বিকাল বেলার এক মনোরোম পরিবেশের সৃষ্টি হয়। এটি পদ্মবিলা ইউনিয়নের প্রকৃতিক সেৌন্দর্যের এক লীলাভুমি নফরকান্দি চারাতলার মাঠ নামে এটি পরিচিত।
কিভাবে যাওয়া যায়:
এটি চুয়াডাঙ্গা জেলা শহর থেকে বাস বা অটো যোগে ডিঙ্গেদহ বাজারে নেমে খেজুরা রোডে এসে ভ্যান বা রিক্সায়উঠে সামনে ২কি:মি: পথ অতিক্রম করলে গন্তব্যে পেৌছানো যাবে।